শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় মো. ইকবাল হোসেন (৪০) নামে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার দক্ষিণ রায়শ্রী ইউনিয়নে বেরকি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত এ সাজা দেন।
ইউএনও বলেন, ইকবাল হোসেন ওই এলাকায় ভেকু মেশিন দিয়ে টপসয়েল কেটে কৃষিজমি ধ্বংস করে মাছের ঘের বানাচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। মাটিকাটার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।