ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার মধুরোড রেলওয়ে স্টেশনে স্থানীয়রা ওই পাঁচজনকে আটক করেন।
স্থানীয় হাজী বাড়ির বাসিন্দা মৃত এমদাদ মিয়ার ছেলে সোহাগ হাজী জানান, তারা গত রবিবার (১২ মে) রাত ৮টার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন মধুরোড রেল স্টেশনে এসে ক্যারাম বোর্ড খেলারত তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ৮ হাজার টাকা নিয়ে নেয়।
পরবর্তীতে গত বুধবার রাত ১০টার দিকেও একই উদ্দেশ্যে আসলে স্থানীয়রা তাদেরকে আইডি কার্ড দেখাতে বললে তারা দেখাতে না পারায় এবং তাদের আচার আচরণে সন্দেহ দেখে সবাইকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেন।
থানা পুলিশ সূত্র জানায়, আটককৃতরা হচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গোবিন্দিয়া এলাকার ইলিয়াস কাজীর ছেলে নাজির হোসেন (৩৬), শাহরাস্তি উপজেলার উয়ারুক ফকির বাড়ির তাজুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (৩০), মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর পিংড়া এলাকার মিলন খানের ছেলে দিদার খান (৪২), একই উপজেলার ভাংগারপার এলাকার সোহরাব উদ্দিনের ছেলে শরিফুল্লা প্রধানিয়া (৪০) এবং চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি এলাকার মৃত ওচমান গনির ছেলে খোকন সর্দার (৪০)।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই জসীম উদ্দিন বলেন, স্থানীয়রা খবর দিলে আমরা ডিবির এপ্রোন পড়া অবস্থায় তাদের পাই। পরে প্রাথমিক জিঙ্গাসাবাদে ওরা যে ভুয়া ডিবি সেজে মানুষকে হয়রানি এবং প্রতারণা করে আসছিল, আমরা তার সত্যতা পাই। পরে ওদেরসহ সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসি। এদের বিষয়ে ঊর্ধ্বতনদের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।