চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত
নৈতিকতা সম্পন্ন উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হতে হবে
—— ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান
চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে উনবিংশ শতাব্দীর ইসলামী জাগরণে ওলামায়ে দেওবন্দের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এলিট চাইনিজ রেস্টুরেন্টে নবীন আলেম সম্বর্ধনার এ আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখা। সংবর্ধনা অনুষ্ঠানে ১শ নবীন আলেমকে পাগড়ী প্রদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, আজ যারা নবীন আলেম সংবর্ধিত হচ্ছে উন্নত সমৃদ্ধ ও নৈতিকতা সম্পন্ন রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম। আলেমদেরকে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে কাজ করতে হবে। আজ দেশের রাজনীতি কুলুষিত হয়েছে। এখানে নৈতিকতা সম্পন্ন নেতৃত্বে খুব অভাব। সকল পর্যায়ের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে রাজনীতি সহ সব ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে। তাই নবীন আলেমদের কে শিক্ষা, ব্যবসা, রাজনীতি সহ সব ক্ষেত্রে বিচরণ রাখতে হবে। তবেই সকল সংকট দূর করে দেশ এগিয়ে যাবে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি। প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম কাউসার বাঙ্গালী।
জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জামিয়া আরাবিয়া জাফরাবাদ মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ত্বহা খান, রেলওয়ে দারসুন্নাহ মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি সিরাজুল ইসলাম, জামিয়া ইসলামিয়া কচুয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আবু হানিফ, মতলব শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম সারোয়ার ফরিদী, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রাকিব হোসাইন।