মতলব দক্ষিনে মাদক বিরোধী অভিযানে নায়েেরগাঁও এলাকা থেকে ৫২ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায় অফিসার ইনচার্য রিপন বালার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার নায়েেরগাঁও দক্ষিন ইউনিয়নের পাটন একালার মুন্সির দীঘির পাড়স্থ জসিমের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ট্রলার আলা আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এএসআই তরুন চাকমা ও সঙ্গীয় ফোর্স ।
এ সময় ধৃত আসামী আল আমিনের লঙ্গীর ডান কোচ হতে ১টি নীল রংয়ের পলিব্যগের ভিতর হইতে ৫২, পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর আল আমিন সরকার(৩৬), কে । তার পিতার জসিম উদ্দিন সরকার, গ্রাম- নায়েরগাঁও (দক্ষিন মিজিবাড়ী)।
পরে আসামী আল আমিনকে মাদক মামলায় চাঁদপুর আদালতে প্রেরন করেন ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্য রিপন বালা বলেন আসামী আল আমিনকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে । আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে ।