মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও স্থানীয় মাছবাজারগুলোয় তেমন ইলিশ উঠছে না। কিছু ইলিশের দেখা মিললেও দামে মিলছে না। দাম চড়া হওয়ায় বেচাবিক্রিও খুব কম। এতে ক্রেতা ও বিক্রেতারা হতাশ। এমনই চিত্র চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মাছবাজারগুলোতে।
আজ সোমবার সকালে মতলব উত্তর উপজেলার এনায়েতনগর, সুজাতপুর ও ছেংগারচর এবং মতলব দক্ষিণ উপজেলা সদর, বরদিয়া আড়ং ও মুন্সীরহাট বাজারে দেখা যায়, সেখানে তেমন হারে ইলিশ নেই। যৎসামান্য কিছু ইলিশের পসরা সাজিয়ে বসে আছেন দু–একজন মাছ বিক্রেতা। দাম চড়া হওয়ায় বেচাবিক্রি নেই তেমন। অধিকাংশ ক্রেতাই দরদাম করে ফিরে যাচ্ছেন। ইলিশের পরিবর্তে কিছুটা কম দামে অন্য মাছ কিনছেন তাঁরা।
মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও স্থানীয় মাছবাজারগুলোয় তেমন ইলিশ উঠছে না। কিছু ইলিশের দেখা মিললেও দামে মিলছে না। দাম চড়া হওয়ায় বেচাবিক্রিও খুব কম। এতে ক্রেতা ও বিক্রেতারা হতাশ। এমনই চিত্র চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মাছবাজারগুলোতে।
আজ সোমবার সকালে মতলব উত্তর উপজেলার এনায়েতনগর, সুজাতপুর ও ছেংগারচর এবং মতলব দক্ষিণ উপজেলা সদর, বরদিয়া আড়ং ও মুন্সীরহাট বাজারে দেখা যায়, সেখানে তেমন হারে ইলিশ নেই। যৎসামান্য কিছু ইলিশের পসরা সাজিয়ে বসে আছেন দু–একজন মাছ বিক্রেতা। দাম চড়া হওয়ায় বেচাবিক্রি নেই তেমন। অধিকাংশ ক্রেতাই দরদাম করে ফিরে যাচ্ছেন। ইলিশের পরিবর্তে কিছুটা কম দামে অন্য মাছ কিনছেন তাঁরা।