ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে৷
শনিবার (২৫ মে) সকালে মাদ্রাসাটির মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সভাপতি আলহাজ্ব মকবুল আহম্মেদ (বি,এস,সি) এর সভাপতিত্বে ও মাদ্রাসাটির সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসান।
এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,সন্তানের যা সকল অর্জন তাতে সবচেয়ে বেশি খুশি হোন বাবা-মায়েরা। বাবা-মায়ের যথাযথ সঠিক আচরণের মধ্যমে শিশু শিক্ষার্থীদের সঠিক ভাবে গড়ে তোলা সম্ভব। ভিন্ন কাজে বাবারা বাহিরে থাকে বিধায় মায়েরা সন্তানের সবচেয়ে কাছাকাছি থাকে তাই মায়েরাই সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক৷ শিশুদের সামনে সাবলীল ও মানবিক আচরণের মাধ্যমেই সঠিক ভাবে গড়ে তোলা সম্ভব। মোবাইলের অভিশপ্ত ব্যবহার থেকে আপনার সন্তানদের মুক্ত রাখারা দায়িত্ব একান্তই আপনার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্বারী হাবিবুর রহমান ও শিক্ষানুরাগী রিয়াজ আহমেদ ফরিদি। এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদ্রারাটির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জাকির হোছাইন। অভিভাবকদের সাথে মতবিনিময় সভা শেষে মাদ্রাসাটি থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য ২০২৩ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়।