চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের যৌথ উদ্যোগ
দিনব্যাপী তথ্যমেলা ২৭ মে ২০২৪-এর পরিবর্তে ২৮ মে ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
“তথ্যই শক্তি, জানবো জানাবো-দুর্নীতি রুখবো” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে এবং টিআইবি’র সহযোগিতায় বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলমান প্রাকৃতিক দুর্যোগ (রেমাল) বিবেচনায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শ মোতাবেক তথ্যমেলা একদিন পিছিয়ে ২৭ মে ২০২৪-এর পরিবর্তে ২৮ মে ২০২৪ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৯:৩০ টায় জেলা প্রশাসক মহোদয় তথ্যমেলার উদ্বোধন করবেন। ২৭ মে ২০২৪-এর কর্মসূচিগুলো ২৮ মে ২০২৪ মঙ্গলবার অপরিবর্তিত থেকে পূর্বের সময়েই অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন, চাঁদপুর ও সনাক-চাঁদপুরের পক্ষ থেকে মেলায় সরকারী-বেসরকারি মোট ৩০টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসন ও সনাক-চাঁদপুরের পক্ষ থেকে সকলকে মেলায় সবান্ধব উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।