ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধের প্রায় ৪০ মিটার ধসে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার (২৭ মে) রাতে জলোচ্ছ্বাসে বাঁধটির মোহনপুর এলাকায় ধস নামে।
উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা সেলিম মাহমুদ জানান, বেড়িবাঁধটির দক্ষিণ-উত্তর পাড়ের অন্তত ১০০ ফুট জায়গা মেঘনার দিকে ধসে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে সেচ প্রকল্পের ৬৩ কিলোমিটার দৈর্ঘ্যের বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকে এ নিয়ে দুবার এটি ধসে গেলো। সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ ঘুরে দেখা গেছে, মোহনপুর এলাকায় ৪০ মিটারের বেশি এলাকা ধসে গেছে। সেখানে বিরাট গর্ত ও ফাটল দেখা দিয়েছে। বাঁধটির ধসে পড়া স্থান দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন বলেন, নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার বাঁধ ভেঙে গেলো। এতে লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি নষ্ট হয়েছে।