চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে পৌরসভার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাটরা এলাকার মায়া ভিলার ছাদে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত রেখা বেগম (৪৫) ওই এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে। প্রায় ৩০ বছর আগে রেখা বেগমের স্বামী মারা যান। এরপর থেকে তিনি বাবা ও বোনের সাথে থাকতেন।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে রেখা বেগম ছাদে ওঠেন। ছাদে পানির সঙ্গে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। সেখানে যাওয়ার পরপরই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ছাদে পড়ে থাকতে দেখতে পেয়ে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।