হাইমচর উপজেলায় ঘূর্ণিঝড় রিমাল এর আঘাতে ক্ষতিগ্রস্ত চরাঞ্চল এলাকা পরিদর্শন করেছেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের বাবুরচর ও পার্শ্ববর্তী অন্যান্য চরের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন তিনি। এছাড়াও চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ ফসলী জমি পরিদর্শনসহ স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন তিনি।
পরবর্তীতে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স মাঝেরচর এলাকা হতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বিপুল পরিমান চরঘেরা জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এসময় নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন শিকদার, সহকারী পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহাম্মদ পিপিএম, নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আঃ মালেক সহ নৌ পুলিশ ফার্ড়ির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।