কচুয়া উপজেলার হযরত শাহ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও বিজ্ঞান বিষয়ক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের শাহরাস্তির সূর্যসন্তান ২৪তম বিসিএস এডমিন ক্যাডার, বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ সামসুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশে সু চিকিৎসা ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উত্তর ঠাকুর বাজারে স্থাপিত হয়েছে পিআই ম্যাটস এন্ড আই এইচটি। তিনি আরো বলেন, উন্নত দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ায় তারা উন্নত। দক্ষ জনশক্তিই কেবল একটি উন্নত দেশ গঠন করতে পারে। এই প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট চার বছর মেয়াদী, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি প্যাথলজি ল্যাবরেটরি ফার্মেসি ডিপ্লোমা ইন ডেন্টিস্টি ও প্যারামেডিক্স কোর্স স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলার নির্বাহী অফিসার এহসান মুরাদ, উপজেলা মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা পরিবারের প্রধান সমন্বয়ক ও ঐতিহ্যবাহী গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক কচুয়া উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।