চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক রাতে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক প্রবাসীর গোয়ালঘর থেকে ১৪টি গরু চুরি হয়ে গেছে। শুক্রবার (১ জুন) রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক আব্দুল কুদ্দুস উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামের লকিত উল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে ছিলেন।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত ভোর রাতে আব্দুল কুদ্দুস ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হওয়ার সময় গোয়ালঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখেন। পরে কুদ্দুস তার ছোট ভাই আব্দুর রহিমকে ফোন দিয়ে দরজা খুলতে বলেন। এরপর দরজা খুলে গোয়ালঘরে গিয়ে দেখেন তালা ভাঙা এবং গোয়ালঘরে থাকা ১৪টি গরুর একটিও নেই। পরে শনিবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কুদ্দুস।
ফরিদগঞ্জ থানা পুলিশের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে চোরের দল পিকআপে করে গরুগুলো নিয়ে গেছে।