দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে অর্থ ফেরত চান মালয়েশিয়ায় না যেতে পারা কর্মীরা। একইসঙ্গে যাদের অবহেলায় মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা।
তারা বলেন, মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে রিক্রুটিং এজেন্সিগুলো আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন তারা বলছে যে, আমাদের মালয়েশিয়ায় পাঠাতে পারবে না। তাহলে কেন আমাদের কাছ থেকে টাকা নিল?
ভুক্তভোগীরা বলেন, আমরা আমাদের অর্থ ফেরত চাই। খুব দ্রুত আমাদের অর্থ ফেরত দিতে হবে। শুধু অর্থ ফেরত দিলে হবে না, আমাদের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে।
সমাবেশ শেষে তারা প্রেস ক্লাব হয়ে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।প্রসঙ্গত, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র পাওয়া প্রায় ১৭ হাজার বাংলাদেশি মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাননি।