দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪ প্রদানের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করছে। জমাকৃত প্রতিবেদন অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে মূল্যায়নের জন্য বিবেচিত হবে। ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ সময়কালে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনসমূহ থেকে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজকর্তৃক মনোনীত সম্পূর্ণ নিরপেক্ষ বিচারকমণ্ডলীর মূল্যায়নে নিম্নোক্ত বিভাগসমূহে সেরা প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে।
সংবাদপত্র (জাতীয়)
রাজধানী ঢাকা থেকে বাংলাদেশি
মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত যে কোনো বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র,
সাময়িকী এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন।
পুরস্কার বিজয়ীকে ১,২৫,০০০ (এক লাখ পঁচিশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
সংবাদপত্র (আঞ্চলিক)
রাজধানী ঢাকা ব্যতীত দেশের যে কোনো অঞ্চল থেকে বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র, সাময়িকী এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন।
পুরস্কার বিজয়ীকে ১,২৫,০০০ (এক লাখ পঁচিশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
টেলিভিশন (প্রতিবেদন)
বিটিভিসহ বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত বেসরকারি টিভি চ্যানেলসমূহে প্রচারিত
অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন (আইপি টিভি কিংবা টেলিভিশনের শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে প্রচারিত প্রতিবেদন
পুরস্কারের জন্য বিবেচিত হবে না)।
পুরস্কার বিজয়ীকে ১,২৫,০০০ (এক লাখ পঁচিশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
বিজয়ী প্রতিবেদনের ভিডিওচিত্র ধারণে ক্যামেরাপার্সনের অনবদ্য ভূমিকা থাকলে বিচারকমণ্ডলীর সুপারিশের ভিত্তিতে তাঁকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান)
বিটিভিসহ বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত
বেসরকারি টিভি চ্যানেলসমূহে অথবা সংশ্লিষ্ট টেলিভিশনের নাম ও লোগোযুক্ত প্রাতিষ্ঠানিক ডিজিটাল মাধ্যমে প্রচারিত অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান (ডকুমেন্টারি)।
পুরস্কার বিজয়ী অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠানকে (ডকুমেন্টারি) ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণে সংশ্লিষ্ট প্রতিবেদক,উপস্থাপক ক্যামেরাপার্সনদের আলাদাভাবে সম্মাননাপত্র প্রদান করা হবে।
প্রতিবেদন জমা দিতে ভিজিট করুনঃ https://ti-bangladesh.org/ija