চাঁদপুর সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, কলেজের সৌন্দর্যবর্ধন ও বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন খান, ইসলাম শিক্ষা ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান শাহ মোঃ মাছুম বিল্লাহ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুমন মজুমদার।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজের বিভিন্ন স্থানে হিজল, তমাল, জারুল, সোনালু ও হরিতকি এই পাঁচটি বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। তিনি আরো বলেন, একটি দেশের পরিবেশ-প্রকৃতি ঠিক রাখতে কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকা দরকার হলেও বাংলাদেশে মোট আয়তনের ১৫ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে। তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হলে বৃক্ষ রোপণের বিকল্প নেই।