চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুন) বেলা ১১ টায় মাদ্রাসা হলরুমে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি এএইচ এম আহসান উল্লাহ।
তিনি তার বক্তব্যে বলেন,মাদ্রাসা লাইনে পড়ে দাখিল, আলিম পাশ করার পর তোমরা কেহই এই লাইন ছেরে যাবে না,এখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার অনেক সুযোগ রয়েছে
।মাদ্রাসা লাইনে পড়া শুনা করে অনেক দুর এগিয়ে যাওয়া যায়।
তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। ভালো ফলাফল করতে হলে, বেশি বেশি পড়াশোনা করতে হয়। আর পড়াশোনা কে কাজে লাগিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। বর্তমান এই প্রযুক্তির সাথে সবাইকে সমান তালে তাল মিলিয়ে কাজ করতে হবে।
তার আগে সবাইকে আমাদের দেশটাকে ভালোবাসতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে দেশকে অনেক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব উন্নত একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবো। আমি প্রত্যাশা করি তোমরা সকল শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করে মাদ্রাসা সুনাম বয়ে আনবে।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আলমগীর হোসেনের পরিচালনায়,বিশেষ অতিথির বক্তব্য রাখেন
শিক্ষানুরাগী মো. মফিজুল হক মজুমদার,
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আবু জাফর মো. মোজাম্মেল হক,আরবি প্রভাষক মোঃতোফাজ্জল হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উম্মে কুলছুম।
সবশেষ এই প্রকিষ্টানের প্রতিষ্ঠালগ্ন থেকে যার জরিত ছিলেন,তাদের মধ্যে মরহুম আঃকরিম পাটোয়ারী,প্রকৌঃদেলোয়ার হোসেন,আঃকাদির ভূইয়া,গিয়াস উদ্দিন সুলতান ভূইয়া,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিষ্ণুদী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ।