কচুয়া উপজেলার ঐহিত্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় ২০২৪ সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো.শাহ জালাল প্রধান জালাল।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুদ্দিনের সভাপ্রধানে ও আরবি প্রভাষক মাওলানা শরীফ হোসাইনের সঞ্চালনায় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান,মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা আ.ন.ম ইউসুফ, আরবি প্রভাষক নুর আহমদ আজাদ,ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন প্রমুখ।
পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, শায়খুল হাদিস মাওলানা নুরুজ্জামান।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি,উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি শাহ জালাল প্রধান জালালকে ফুল দিয়ে শুভেচ্ছা ও আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করেন,মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।