কচুয়া উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.মাহবুব আলমকে ফুলেল শুভেচ্ছা ও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন,সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,সদর দক্ষিন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন লিটন,ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাইদুর রহমান। এসময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।