চাঁদপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দু’আ মাহফিল-২০২৪ (২৫ জুন ২০২৪) মঙ্গলবার দুপুর ১২:৩০টায় অনুষ্ঠিত হয়। মূল ভবনের ২০৫ নম্বর কক্ষে এই মিলাদ ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। মিলাদ পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা নিজামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান। আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল কলেজ, চাঁদপুর-এর অধ্যক্ষ সিবলী সাদিক, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মোঃ সোহেল হোসাইন এবং সম্পাদক তাসকিন আহমেদ সাইফ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বলেন, তারা যেন এইচএসসি পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করে এবং ভালো ফল করে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখে। মিলাদ ও দু’আ মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।