মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের আওতাধীন এপিএ চুক্তিবদ্ধ সরকারি কলেজ/টিটিসি সমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২০২৩ খ্রি. এর চূড়ান্ত মূল্যায়নে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর ৯৩ নম্বর পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা এর সাথে যৌথভাবে শীর্ষস্থান লাভ করেছে। গত ২৪ জুন কলেজ-অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চল, কুমিল্লা-এর আঞ্চলিক পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী এর নিকট থেকে এই পুরস্কার লাভ করেন।
২৫ জুন মঙ্গলবার অধ্যক্ষ মহোদয় ও চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ কমিটির আহ্বায়ক কলেজ-উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, সদস্য মেহেদী হাসান, মোঃ শুকুর আলম মজুমদার, মোহাম্মদ শাহ শফিকুল হক এবং ফোকাল পয়েন্ট কিউ এম হাসান শাহারিয়ারকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘এ বছর চাঁদপুর সরকারি কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা গর্বিত। আমাদের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’ এই কৃতিত্বের জন্য তিনি কলেজের সকল শিক্ষকের অক্লান্ত শ্রম ও অবদান তুলে ধরেন এবং এপিএ কমিটিকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ধন্যবাদ জানান।