উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২৯ জুন রোজ শনিবার বিকালে ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও ঈদ গাঁও মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আক্তার হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন বেপারী। ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন। ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ ঢালী। ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল হোসেন ভূঁইয়া, সদস্য সচিব ইমান হোসেন। ১২নং চরদুঃখিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বপন দেওয়ান, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালী ও ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।
খালেদো জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া পরিচালনা করেন মৃধাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এমরান হোসেন।