রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ঢাকায় নবনিযুক্ত তিন দেশের অনাবাসিক রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
রাষ্ট্রদূতরা হলেন, ইউরোপের বাল্টিক অঞ্চলের লিথুয়ানিয়া প্রজাতন্ত্রের ডায়ানা মিকেভিসিয়েন, গ্রিসের অ্যালিকি কৌতসোমিটোপোলু এবং দক্ষিণ-পূর্ব আফ্রিকান দেশ মালাউইয়ের লিওনার্ড মেনগেজি।
সোমবার (১ জুলাই) সকালে বঙ্গভবনে পৌঁছালে তাদের গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবার সঙ্গে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে থাকে। আশা করছি, আপনারা ঢাকায় থাকাকালে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে বেসরকারি এবং সরকারি উভয় প্রতিনিধিদের উচ্চপর্যায়ের পারস্পরিক সফর-বিনিময়ের ওপর জোর দেন রাষ্ট্রপতি। বাংলাদেশ ওষুধ, তৈরি পোশাক (আরএমজি), চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য ইত্যাদিসহ বিশ্বমানের পণ্য উৎপাদন করে। দেশগুলোর ব্যবসায়ীদের এখান থেকে বিভিন্ন পণ্য আমদানির বিবেচনা করতে আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইউরোপীয় ইউনিয়নের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন যাতে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর সফলভাবে ব্যবসায়িক সুবিধা (জিএসপি) অর্জন করতে পারে।এসময় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির প্রশংসা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূতরা।এছাড়া ঢাকায় নিজ নিজ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।