সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করতে হবে।
—- এ. কে. এম. আমিনুল ইসলাম, উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চাঁদপুর
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চাঁদপুরের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ জুলাই ২০২৪ বুধবার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চাঁদপুর-এর উপপরিচালক এ. কে. এম. আমিনুল ইসলাম।
তিনি বলেন, আজকে একটি চমৎকার দ্বি-পাক্ষিক আলোচনা হয়েছে। আজকের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেসব সমাধানে কাজ করা হবে। এব্যাপারে তিনি সনাকের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের নানা সীমাবদ্ধতা আছে। বিশেষ করে জনবল সংকট। চাঁদপুর জেলায় সেকমো ও এফডাব্লিউভিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ খালী রয়েছে। যার কারণে ক্লিনিকগুলোতে সেবা প্রদানেও কিছু ঘাটতি রয়েছে। তারপরও সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনবল সঙ্কটের কারণে আমাদেরকে কর্মীদের অতিরিক্ত দায়িত্ব বন্টন করে সেবা প্রদান করতে হয়। সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করতে হবে। আমাদের ঔষধের সীমাবদ্ধতা থাকায় সমন্বয় করে ঔষধ দিতে হয়। ঔষধের এই সীমাবদ্ধতা সমাধান করা সম্ভব নয়। সনাক চাইলে চাঁদপুরের সকল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাথে কাজ করতে পারে। এমাস থেকে মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সনাক কাজ করবে এজন্যে সনাককে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করাটাও এক ধরণের দুর্নীতি। পাশাপাশি সঠিকভাবে সেবা না দেওয়াটাও এক প্রকার দুর্নীতি। নীতি-নৈতিকতা ও নিজের বিবেককে জাগ্রত করতে পারলে সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছি। চাঁদপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সনাক সবসময় আমাদের পরামর্শ দিয়ে থাকে। এজন্য সনাককে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রোগীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার পরিকল্পনার সেবা প্রদানে যেসকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করবো। কিশোর কিশোরী স্বাস্থ্য সচেতনতা, ব্রেষ্ট ফিডিং কর্ণার, প্রতিবন্ধী সেবা, সিটিজেন চাট՜ার ইত্যাদি সেবাগুলো যতদ্রুত সম্ভব সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। এক্ষেত্রে তিনি সনাক ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সহযোগিতা কামনা করেন। তিনি মতবিনিময় সভা আয়োজন করার জন্য সনাককে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক চাঁদপুরের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তাই সেবার মানোন্নয়নে যেসকল সঙ্কট রয়েছে তা দূর করে সেবার মানোন্নয়ন করতে হবে। আপনাদের সেবা প্রদানে কেউ যেন কোন দুন՜াম ছড়াতে না পারে এবং সাধারণ জনগণ যাতে সঠিকভাবে সেবা পায় সেজন্যে সনাক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। কখনো শতভাগ সেবা প্রদান করা কারো পক্ষে সম্ভব নয়। তারপরও জনগণ যাতে তাদের প্রাপ্য সেবাটুকু সঠিকভাবে পায় সেটাই আমাদের লক্ষ্য। তিনি সনাকের কায՜ক্রমে পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতা কামনা করেন। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য সবিতা বিশ^াস। এছাড়াও মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী আল মাসুম, ইউএফপিও মোঃ রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটর মোঃ সামছুল আলম, মৈশাদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আল আমিন, পরিবার কল্যাণ পরিদর্শিকা পারুল আক্তার, ইয়েস ও টিআইবি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।