গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সঞ্চয় পত্র চাঁদপুর অফিসের উদ্যোগে উদ্বুদ্ধ করণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়ন পরিষদে উদ্বুদ্ধ করণ আলোচনা সভা করেন জাতীয় সঞ্চয় পত্র জেলা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি সরকারে জাতীয় সঞ্চয় পত্রে সঞ্চয় করে স্বচ্ছ ভাবে মুনাফা পাওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে সবাইকে সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ করেন। বিভিন্ন মেয়াদে এখানে সঞ্চয়ের সুযোগ রয়েছে, সে বিষয়ে ও গুরুত্ব আরোপন করেন।
এ সময় আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক,ওয়ার্ড সদস্য মহসিন মৃধা, মোস্তফা গাজী, আয়শা বেগম প্রমুখ।