কচুয়া উপজেলার বুরগী গ্রামে বিল্ডিংয়ের থাইয়ের কাজ করতে গিয়ে আকস্মিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাফি (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাফি একই উপজেলার খাজুরিয়া-লক্ষীপুর গ্রামের এমরান হোসেনের পুত্র ও রাফি রহিমানগর বাজারের একটি ওয়ার্কশপে কাজ করতো।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বুরগী গ্রামের উকিল বাড়ির পারভেজ হোসেন নামের এক ব্যাক্তির গৃহে ওয়ার্কশপ মালিকের নির্দেশে থাইয়ের কাজ করতে যায় রাফি। এসময় রাফি ছাদর উপরে কাজ করতে গিয়ে অসাবধানবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পরলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যায় সে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অনিতা দেবনাথ বলেন, হাসপতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় রাফির। এঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।