বিএডিসি’র আমুয়াকান্দা সেচ প্রকল্পে মতলব উত্তরে সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
মতলব উত্তরে (বিএডিসি‘র) বসানো সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুন) রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা সেচ প্রকল্পের ৩টি ট্রান্সফরমার চুরি ঘটনা ঘটেছে।
বিএডিসি’র আমুয়াকান্দা সেচ প্রকল্পের ম্যানেজার মুজিবুর রহমান জানান, প্রকল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করে বিএডিসি। সরাসরি নদী থেকে ইলেকট্রিক মটরের সাহায্যে পানি উত্তোলন করে চাষাবাদের জন্য মতলব উত্তরের সুলতানাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নে সেচ প্রকল্প চালু করে বিএডিসি। অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়।
তিনি আরো জানান, চুরি সংঘটিত হওয়ার পরদিন রোববার ৩০ (জুন) সংশ্লিষ্ট থানায় ক্ষতিগ্রস্ত সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু ট্রান্সফরমার উদ্ধার তেমন তৎপরতাও দেখা যাচ্ছে না। চুরি রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
এ প্রসঙ্গে মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেনকে একাধীকবার কল করলে তিনি কল রিসিভ করেনি।