রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে নাজমুল শাহাদাত খোকন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করে।
খোকনের দুলাভাই আব্দুল খালেক বলেন, আমার শ্যালক আগে একটা বিয়ে করে। ৭/৮ মাস আগে তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আরেকটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। তার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে অভিমান করে রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেয় সে।
পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, খোকন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার রামনগর গ্রামের আবুল কাশেমের সন্তান। বর্তমানে খিলগাঁওয়ের গোড়ান শান্তিবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতো সে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।