গাজাযুদ্ধে ইসরায়েলের অন্তত ৯ হাজার ২৫০ সেনা আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) ইসরায়েলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।এর আগে সোমবার (৮ জুলাই) জানানো হয়, গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৮ হাজার ২৪৩ জন।
মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ওষুধ ও অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।তাছাড়া গাজাযুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হামাস। তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।