আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে ভারতের সঙ্গে গোলামির চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘ভারতের সঙ্গে অসম চুক্তি-বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর হুমকি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বাংলাদেশ ইয়ূথ ফোরাম এ আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে দেশকে অকার্যকর ও ভয়াবহ সংকটের মুখোমুখি করেছে। এক এগারো করা হয়েছিল মাইনাস ওয়ান ফর্মুলার জন্য। মাইনাস ওয়ানের প্রধান টার্গেট ছিলেন খালেদা জিয়া। শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠার কারণে গণতান্ত্রিক পরিবেশের সুফল যখন জনগণ ভোগ করছিল, তাকে নস্যাৎ করাই ছিল প্রতিবেশী দেশের মূল লক্ষ্য।
তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে দুর্নীতিবাজ রাঘব-বোয়ালদের পরিচয় উন্মোচিত হওয়ার পরেও আইনের মুখোমুখি না করে নীরবে দেশত্যাগ করতে সাহায্য করছে বর্তমান সরকার। পানি নিষ্কাশনের জন্য ৭০০ কোটি টাকার বাজেট পাওয়ার পরেও ঢাকা শহর এখন জলাবদ্ধ হয়ে পড়ে। সিটি করপোরেশনের নেই কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা।সেলিমা আরও বলেন, সরকার জঙ্গি নাটক নিয়ে ব্যস্ত কিন্তু কিশোর গ্যাং ঠেকাতে কোন পদক্ষেপ নেই। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক বন্ধু ভারতের বিএসএফ প্রায়ই সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করছে। সীমান্ত জুড়ে মাদকের কারণে বাংলাদেশের যুব সমাজ ধ্বংসের মুখে। দেশজুড়ে মাদকের ভয়াবহতা। দুদক অভিযুক্ত করেই শেষ, নেই কোন ফলপ্রসূ পদক্ষেপ। সরকার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলেছে। জাতিকে ঐক্যবদ্ধ করে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন তৈরি করতে হবে।তিনি বলেন, বাংলাদেশের জনগণ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, তাদের ভারতের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলেই এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। স্বৈরাচারী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের ভারতের আগ্রাসনে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।