হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিয়াজ আহমেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মিজিবাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নিয়াজ ওই বাড়ির জহির আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শিশু নিয়াজ বাড়ির উঠানেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বেশ কিছুক্ষণ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।তিনি আরও বলেন, বর্ষাকাল চলছে। তাই যেসব পরিবারের ছোট ও সাঁতার না জানা শিশু আছে, সেসব পরিবারের লোকজনকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।