অদ্য ১৪ জুলাই ২০২৪ তারিখে চাঁদপুর জেলায় জেলা আইন-শৃঙ্খলা কোর কমিটির সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, কমান্ডিং অফিসার, ১০ বিজিবি, কুমিল্লা,কমান্ডার, র্যাব, কুমিল্লা, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, চাঁদপুর, ইনচার্জ, ডিজিএফআই, চাঁদপুর, স্টেশন কমান্ডার, কোস্টগার্ড, চাঁদপুর, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, উপজেলা চেয়ারম্যনগণ ও সংশ্লিষ্ট অংশীজন।
আলোচনায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।