দেশজুড়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বিকেলে কচুয়া উপজেলা আওয়মাীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কচুয়া পৌর ভবনের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া বিশ^রোডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলমের পরিচালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহজালাল প্রধান জালাল, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ মো. জাবের মিয়া, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই দিনে রবিবার সকালে সাচার বাজারে ইউপি চেয়ারম্যান মনির হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাচার বাজারে শান্তি সমাবেশ করে।