ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী শহীদ মিনার এলাকায় ইসলামিক দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকছিলেন। কাছাকাছি দূরত্বেই কিছু বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীও দেয়ালে লিখছিলেন। এ সময় তারা হঠাৎ করেই হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে তর্কবিতর্ক শুরু করে দেন। বাগবিতণ্ডার একপর্যায়ে তাদেরকে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে আটকে রাখেন বামপন্থী সংগঠনের নেতারা। ফলে উভয়পক্ষের মধ্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।হেফাজতের কর্মীরা অভিযোগ করে বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে নিজেদের মতামত তুলে ধরার স্বাধীনতা পাবো এই জন্যেই। ঢাকা বিশ্ববিদ্যালয়তো কারও নিজের সম্পদ না।
এখানে সবাই সবার মতামত তুলে ধরবে এটাই তো হওয়ার কথা। কিন্তু আমাদের সঙ্গে তারা যে আচরণ করেছে তা তো কোনো গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে না।এ ব্যাপারে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান বলেন, কিছু লোকজন দেয়ালের আন্দোলনের সমস্ত লেখা মুছে তারা ইসলামিক আর্ট, ক্যালিওগ্রাফি আঁকছিল। পরবর্তীতে খোঁজ পেলাম ভাস্কর্য ভাঙার নেতৃত্বে এরা ছিল। তারা হেফাজতে ইসলাম ও হিযবুত তাহরীরের কর্মী বলে জানতে পেরেছি। আমরা তাদের টিএসসির সেন্ট্রাল অডিটোরিয়ামে আটকে রাখি।এ দিকে আন্দোলনের সমস্ত লেখা মুছে দিয়ে নতুন দেয়াল লিখনে নিজেদের আদর্শ প্রচারের অভিযোগ উঠেছে বাম সংগঠনগুলোর বিরুদ্ধেই। বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই মাসের গণহত্যা নিয়ে করা গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলেছে তারা।
ঘটনা জানাজানির পর ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।মারুফ আজিজ নামে ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, দুইদিন হয়নি, এর মধ্যেই আমাদের আবেগ, স্বৈরাচার বিরোধী দেয়াল লিখনগুলো মুছে ফেলেছে ছাত্র ইউনিয়ন ও বাম দলগুলো। এখানে তারা তাদের দলীয় মতাদর্শ প্রচার করতে শুরু করেছে। অথচ একটি সামান্য পেন্সিল দিয়েও যে সাধারণ ছেলেটা ‘হাসিনা ছাত্র খুনি’, ‘স্বৈরাচারের কবর দে’ লিখেছিল সেটাও ছিল বিপ্লবের রসদ। আমাদের দেয়াল লিখনগুলো মুছে আমাদের কলিজায় আঘাত করা হচ্ছে। এখনো ভালোভাবে দেয়াল লিখনগুলো ডকুমেন্টেডই হয়নি। এর আগেই মুছে ফেলা শেষ।