‘দৈনিক আদি বাংলা’ পত্রিকার কার্যালয় ভাঙচুর ও লুট করেছে দুর্বৃত্তরা।৭ আগষ্ঠ বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে চাঁদপুর সদর উপজেলার নতুন বাজার হাজী মহসিন রোডে অবস্থিত ‘দৈনিক আদি বাংলা’ পত্রিকা কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল দুর্বৃত্ত ‘দৈনিক আদি বাংলা’ পত্রিকা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে অফিসে থাকা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই সময় স্থানীয় কাউন্সিলরের অফিসেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে তারা।
দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন জানান, বুধবার বিকেলের দিকে, আমি সংবাদ সংগ্রহের কাজে অফিসের বাইরে ছিলাম, সেই সময় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তরা এসে দৈনিক আদি বাংলা অফিসে হামলা ও ভাঙচুর চালায়, আমার অফিসের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের অফিস ছিল, সেখানেও তারা একই কর্মযজ্ঞ চালায়, এ সময় তারা অফিসে ভাঙচুর করে কম্পিউটার, ল্যাপটপ ও ক্যামেরা সহ মূল্যবান কিছু জিনিস লুটপাট করে নিয়ে যায়।
এমরান হোসেন রাজন আরও বলেন, দেশের এই ক্রান্তিকালে আমরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছি এবং জাতির সামনে সবকিছু তুলে ধরেছি, তারপরও আমাদের অফিস ভাঙচুর করলো, তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আর দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করার সার্থকতাই বা কি আমাদের।