পুলিশ বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে কচুয়ায় স্কাউট সদস্য ও সাধারন শিক্ষার্থী সড়ক ও বিভিন্ন অফিসের সুরক্ষার দায়িত্বপালন করে আসছে। ৫ আগষ্ট আওয়ামী সরকারের পদত্যাগের পর ৬ আগষ্ট থেকে পঞ্চম দিনের মত পুলিশ বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে কচুয়ায় স্কাউটের একটি সু-সংগঠিত টীম ট্রাফিক পুলিশের ন্যায় কচুয়া- ঢাকা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাড়িতে অবৈধপন্য বহন করা ও নিয়ম মেনে গাড়ী চলাচল এবং মোটরসাইকেল চালকেদের হেলমেটবিহীন গাড়ী চলাচলে বাঁধা প্রদান করেন। কচুয়া আদর্শ স্কাউট গ্রুপের ৭টি টীমের ৫০ জন সদস্য বিভিন্ন সড়ক ,থানা ও গুরুত্বপূর্ণ অফিস,স্থাপনা দায়িত্ব পালন করে আসছে। স্কাউট সদস্য’রা জানান, আমরা সড়কে যানযট নিরসনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের উপসনালয়ে পাহারা দিয়ে তাদের সুরক্ষা প্রদান করছি। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া শাখা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগন অনুরুপ দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এ সময় পথচারী ও গাড়ি চালকগন জানান, এ দেশের ছাত্র সমাজ আমাদের গর্ব,তাদের এ দায়িত্ব পালনকে সাধুবাদ জানাই।
প্রভাতী কাগজ// অনলাইন ডেস্ক// ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥