কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। রবিবার ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলায় দূর্নীতি দমন কমিশনার (দুদক) এর অর্থায়নে ওই বিদ্যালয় কর্তৃক পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পূলিন সরকার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ সততা ষ্টোরের শুভ উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মানিক সরকার, সহকারি শিক্ষক সেলিম মিয়া, ফজলুর রহমান, ইমাম হোসেন, চন্দনা দত্ত, তাসলিমা আক্তার, রাজীব দত্ত, আল মাহমুদ, মমিনুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।