চাঁদপুরে মেঘনা নদীতে ঘুরতে এসে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বড় স্টেশন এলাকায় মেঘনা নদীর ত্রিমোহনায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ওসি কামরুজ্জামান।
তিনি বলেন, নৌকায় চালকসহ মোট ছয়জন মানুষ ছিলেন। এদের দুইজন নিখোঁজ এবং চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধার করা জন্য কোস্টগার্ড কাজ করছে। প্রাথমিক অবস্থায় তাদের নাম পরিচয় জানা যায়নি।