নির্মাণের ১৯ বছর পার হলেও চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম এখনো বন্ধ হয়নি। পুরোপুরি টোল বন্ধের দাবিতে ফের বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সেতুর দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এর আগেও চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবি ছিল। বেশ কয়েকবার সাধারণ জনতা এবং যানবাহন চালকরা টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। কিন্তু তাতে টনক নড়েনি কর্তৃপক্ষের।এবার শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর টোল আদায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন টোল আদায় বন্ধ হলেও পুনরায় টোল আদায়ের প্রস্তুতি নেয় ইজারাদাররা। যার কারণে আবারো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, চাঁদপুর সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। টোল আদায়ের কয়েকগুণ টাকা উঠলেও বন্ধ হচ্ছে না কেন আমাদের প্রশ্ন। আমরা তাদের আলটিমেটাম দিতে চাই, আর যদি টোল আদায় হয় তাহলে কঠোর আন্দোলন হবে।