শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় অপসারণ চাইলো স্থানীয় জনগন।
রোববার সকালে রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ সম্মুখে জনগণ বিক্ষোভ ও মানববন্ধন করে তার অপসারণসহ দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগের দাবি তোলেন তারা। এসময় বিক্ষুব্ধ জনগণ জানায়, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, সুমন মেম্বার, শামসুল হুদা, আব্দুস সোবহান, বাবুল মৃধার নেতৃত্বে শত শত মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে জড়ো হয়।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ শেষে একটি মানববন্ধন করে। ওই সময় উপস্থিত অধিবাসীরা বক্তব্য রেখে বলেন, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৈরি হওয়া উদ্বুদ্ধ পরিস্থিতির পর থেকে বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন ইউনিয়ন ভবনে আসা থেকে বিরত রয়েছেন। যার ফলে প্রতিদিন শত শত মানুষ এসে সেবা হতে বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছেন। এমতঅবস্থায় স্থানীয় জনগণ সেবা বঞ্চিত হয়ে ফুসে উঠছেন।
ওই সময় বক্তাগণ চেয়ারম্যানের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি, স্বজন প্রীতি অনিয়মের অভিযোগ তোলেন। একই সঙ্গে বক্তারা অবিলম্বে ওই ইউনিয়নের মানুষের কষ্ট লাগবে একজন প্রশাসক নিয়োগের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।