কচুয়া পরকীয় জের ধরে স্বামীর উপর স্ত্রীর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিতারা ইউনিয়নের গ্রামের বুধুন্ডা জহুর আলী প্রধানীয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনা ভুক্তভোগী স্বামী মিজানুর রহমান বাদী হয়ে স্ত্রী রোকসানা বেগম ও তার ভাই জহির (৪৫)কে বিবাদী করে ১৭ আগস্ট শনিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বুধুন্ডা গ্রামের আবুল হাশেম প্রধানের ছেলে মিজানুর রহমান সাথে সাচার ইউনিয়নের কোলাকোপা ভূইঁয়া বাড়ির ছিদ্দিকুর রহমানের মেয়ে রোকসানা বেগম সাথে ২০০৩ সালে পারিবারিক ভাবে ইসলামি শরীয়ত মোতাবেক বিবাহ হয়। তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে। মিজানুর রহমান দীর্ঘ ২৬ বছর প্রবাসী থাকার সুবাদে তার স্ত্রী রোকসানা বেগম পরকীয়া প্রেমে জড়িয়ে পরে এবং তার ইচ্ছামত বেপরোয়া চলাপড়া উশৃঙ্খল আচারন ও মোবাইলে ফোনে সারক্ষন অন্যদের সাথে কথা বলে। তার এই ধরনের কর্মকান্ড বিষয়ে রোকসানার ভাই জহিরকে অবহিত করলে তারা উল্টো আরো বেপরোয়া উঠে।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান, গত ১৭ আগস্ট শনিবার বিকেলে রোকসানা তার ভাই জহির আমার বিলিং এর দরজা-জানালা বন্ধ করে আমার উপর অর্তকিত হামলা করে গুরুতর আহত করেন। পরে আমার ডাক-চিৎকারে বাড়ির পাশের লোকজন উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।