চাঁদপুর মতলব উত্তর কালিপুর বাজার মিয়ার ভিটার মালিক আবদুল আলমামুনের নামে বিশাল গরু ছাগলের হাট বসেছে।
আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী ১৬ টি পশুর হাট ইজারা প্রদানের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী ব্যতিক্রম প্রাচীন কালিবাজার গরু হাট।
কালিপুর গরুবাজারে পরিচালনা কমিটির মিলন বলেন দেশের বিভিন্ন বেপারিরা ঈদুল আযহার উপলক্ষে কালিবাজারে গরু নিয়ে আগেই মাঠে চলে আসেন। এই বাজারের একটি সোনাম আছে। এই হাটে আসা সকল ক্রেতা বিক্রেতা লেনদেন ব্যাংকে করার সুব্যবস্থা রাখা হয়েছে। আমাদের কাউন্টারে বসানো হয়েছে জাল নোট শনাক্ত করা মেশিন। হাসিল সরকারি নির্ধারিত ফ্রীয়ের মধ্য দিয়েই হাসিল নেওয়া হচ্ছে। বাজারটির পরিবেশর দিকে আমরা নজর দিয়েছি। আমাদের কেক্রতা বিক্রেতার যাতে ঠিকভাবে গরু বেচাকিনা করতে পারে আমরা সে দিকে আমাদের খেয়াল আছে।
বিশেষ করে এই হাটে ক্রেতা বিক্রেতারা স্বাচ্ছন্দ বোধ করেন অনেকেই। আমাদের এই হাটে স্বেচ্ছাসেবীরা ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে কাজ করে যাচ্ছে। এবং ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে বৃষ্টি আসলে আমরা ত্রিপলের ব্যবস্থা ও করেছি। গরু বিক্রি করতে আসা বেপারিরা জানান এবছর গরুর দাম একটু চডা হবে কারণ গরুর বুসি হতে শুরু করে সব জিনিসেরই দাম বেড়েছে তবে ক্রেতার সংখ্যা কম আশা করি আগামী মঙ্গলবার বাজারটি জমবে তাহলে আমরা দাম পাবো।