নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ্য করে চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না।
বাংলার দুঃখী মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আর নৌকার বিজয় সুনিশ্চিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (১ জুলাই) দুপুরে এমপি শফিকুর রহমান তার নিজ বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে তিনি একথা বলেন।
সময় ফরিদগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার তৃনমূল নেতাকর্মী ও সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে নিজ বাড়িতে মধ্যাহ্নের আহার করেন তিনি।
এবং সকল জনগণের সাথে নিজে থেকেই এগিয়ে কুশলাদি করতে দেখা যায় তাকে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওছমান গনী পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খাজে আহমেদ মজুমদার, আওয়ামীলিগ নেতা আমীর আজম রেজা, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান (শাহীন),যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ১০ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলা উদ্দিন আহমেদ ভুঁইয়া, ১১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ১৬ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফ হোসেন খান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।