ফরিদগঞ্জে প্রেরণা সামাজিক সংঘ’র আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১ জুলাই) উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ি এবং সমাজ সেবক আমিন ভুঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সদস্য বিল্লাল হোসেন রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস।
এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রকৃত সমাজকর্মীরাই সমাজের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করে যায়। সমাজকর্মীরা যেকোনো পেশার হতে পারে এমন কি সে হতে পারে একজন কৃষক। আগামী দিনগুলোতে যুবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য প্রেরণা সামাজিক সংঘ ভুমিকা রাখবে বলেও প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃতি সন্তান লক্ষীপুর কাজী ফারুকী কলেজ’র প্রভাষক মাহবুবুর রহমান, ব্যাংক কর্মকর্তা
আনোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য মিজান বেপারী, তুহিন বেপারী এবং আল আমিন সহ সংগঠনের সদস্যরা। পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনার ছিলেন সংগঠনের সদস্য রবিন হাছান ফরহাদ।