চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নির্বাচন ২০২৩ এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন। ৭ জুলাই শুক্রবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই পেশাজীবী সংগঠনের নির্বাচন সম্পন্ন হয়।
পপপ এর পরিদর্শক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মোঃমহিউদ্দিন,সহকারি নির্বাচন কমিশনার হিসাবে মোঃ ইলিয়াস হোসেন ও মোঃ মিজান দায়িত্ব পালন করেন।
এবার জেলার ৮ উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১ জন থাকলেও কাস্ট হয়েছে মাত্র ৭৭ ভোট।নির্বাচন হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে।
এই নির্বাচনে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলার বেশ পরিচিত মুখ ও দক্ষ সংগঠক মোঃ আকতার হোসেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সুমন সরকার পেয়েছেন ৩২ভোট।এছাড়াও সাধারণ সম্পাদক পদে ৪৬ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ আলী।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমান মিয়া সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়েছেন। সকাল ৯ টায় ভোট শুরু হয়ে চলে দুপুর ১২ টা পর্যন্ত। নির্বাচনের ফলাফল ঘোষনা করা কয় দুপুর ২ টার পরে।
ভোটের সার্বিক দিক পর্যালোচনা করার জন্য দায়িত্ব পালন করেছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভিরুল ইসলাম,মা ও শিশু কল্যান হাসপাতালের মেডিকেল অফিসার মেহেদী মাসুম।