চাঁদপুরে কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সভার আয়োজন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
শনিবার সকালে শহরের এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম প্রাতিষ্ঠানিক করণ, মূলদলে নারী অন্তর্ভূক্তি বৃদ্ধি করা, অভ্যন্তরিণ দ্বন্ধ নিরসন ও দলের সাথে আরো জনসম্পৃক্তি বৃদ্ধি ছিল সভার আলোচ্য বিষয়।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক
ফয়সাল গাজী বাহার।
এছাড়া সভার বিষয়বস্তুগুলো উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারনেশনাল বাংলাদেশ ডেপুটি চীফ অব পার্টির লেসলি রিচার্ড।