মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ-২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচীতে বিভিন্ন ধরনের ফলজ চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, এসআই মো. আবু হানিফ, এসআই মো.আউয়াল, এএসআই মো. সেলিম, ওয়াসিম’সহ বিভিন্ন পদবির অফিসার সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
বৃক্ষরোপণ সপ্তাহ পালন সম্পর্কিত বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় মতলব উত্তর থানা পুলিশের পক্ষ থেকে থানা কম্পাউন্ডের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিসীম। দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য অতি জরুরি অক্সিজেন আসে বৃক্ষ থেকে। আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় অর্থনীতি, আবহাওয়া এবং জলবায়ুু সহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। এজন্য থানার সমস্ত পুলিশ কর্মীদের সহযোগিতায় সুস্থ সমাজ ও পরিবেশ গঠনের উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছি।