কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকালে ওই ইউনিয়নের সফিবাদ খালেক মার্কেটে বিশেষ সাধারন সভার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমান আশিক,শাহনেওয়াজ ও গোলাম ফারুক ডন স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে ৮নং ওয়ার্ডে সভাপতি হিসেবে মো. সফিকুল ইসলাম প্রধান,সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, সাধারন সম্পাদক শরীফুল ইসলাম অনি,যুগ্ন সাধারন সম্পাদক পদে রুইদাস ও সাংগঠনিক সম্পাদক পদে মো. বশির এবং ৯নং ওয়ার্ডে সভাপতি হিসেবে মো. ইদ্রিস মোল্লা,সহ-সভাপতি মো. জিলানী শিকারী, সাধারন সম্পাদক মো. বশির মোল্লা,যুগ্ন সাধারন সম্পাদক পদে মো. সোহাগ বেপারী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. রহমান শিকারীকে মনোনীত করা হয়।