মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী আরিফ উল্যাহ সরকারের পক্ষে উঠান বৈঠক করলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান (এসি মিজান)।
১১ জুলাই মঙ্গলবার বিকালে ছেংগারচর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রুস্তম মার্কেটের ঈদগা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা ও ভোটকেন্দ্র কমিটির আহবায়ক আলী আর্শাদের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ছবির আহমেদ মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, তেজগাঁও কলেজের সাবেক জিএস ওবায়েদুল্লাহ সিদ্দিকী কাজল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, কাউন্সিলর প্রার্থী যথাক্রমে শামীম হোসেন, বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, শিউলী আক্তার, যুবলীগ নেতা আরিফ সর্দার, পৌর যুবলীগ নেতা মমিন সর্দার, সাবেক কাউন্সিলর আহসান উল্যাহ।
ওঠান বৈঠকে প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান এসি মিজান বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। তাই যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়।দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা খুবই জরুরী। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, ১৯৯৮ সালে ছেংগারচর পৌরসভা গঠনের পর থেকে এই পর্যন্ত মাঠের আওয়ামীলীগ করা কেউ মেয়র হতে পারেনি। তাই এবার সুযোগ এসেছে মাঠের আওয়ামীলীগ করা কাউকে মেয়র বানানোর। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারকে আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করি।