শাহরাস্তি উপজেলার ১৯নং চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামে প্রভাব খাটিয়ে সৌদি প্রবাসী এক নীরিহ পরিবারের বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে। ওই গ্রামের মৃত: আব্দুল হক পাটোয়ারীর ছেলে ইদ্রিস মিয়া ও ইদ্রিস মিয়ার ছেলে আনাস মিয়া, হাবিবুর রহমান ও মেহেদী হাসান গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে খালেদ মাহমুদ বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে শাহরাস্তি থানার এসআই মো. আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।থানায় লিখিত অভিযোগ ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আয়নাতলী গ্রামের অধিবাসী, সৌদি প্রবাসী মো. ইউনুছ পাটোয়ারী
প্রবাসে থাকায় তার সন্তান ও পরিবারের সদস্যরা দীর্ঘদিন ঢাকায় বসবাস করছেন। এই সুবাদে ইউনুস পাটোয়ারীর বড় ভাই ইদ্রিস মিয়া গংরা গত ৬ জুলাই দুপুরে ওই সম্পত্তি পাবে দাবি করে অনাধিকার প্রবেশ করে জোর পূর্বক ইউনুছ পাটোয়ারীর নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে এবং এতে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন। এ সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা প্রতিপক্ষ লোকদের সীমানা দেয়াল ভাংচুরের বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে তাদের মারধরের হুমকি-ধমকি ও অশালীন গাল-মন্দ করে।
প্রবাসী ইউনুস পাটোয়ারীর ছেলে খালেদ মাহমুদ জানান, আমার বাবা প্রবাসে থাকায় আমাদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করে আমার জেঠা ইদ্রিস মিয়া গৃহ নির্মাণ করে। এর প্রতিবাদ করায় ইতি পূর্বেও আমার মাকে প্রতিপক্ষ লোকজন মারধর করেছেন।
ঘটনার ন্যায় বিচার পেতে উপজেলা প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি। এদিকে অভিযুক্ত ইদ্রিস মিয়া গংদের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ছবি: শাহরাস্তির আয়নাতলী গ্রামে প্রবাসী ইউনুস পাটোয়ারীর দখলীয় সীমানা-প্রাচীর ভাংচুর করে প্রতিপক্ষরা।