আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদেরও এক দফা, শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন। অবাধ, নিরপেক্ষ নির্বাচনে যারা বাধা দিতে আসবে, আমরা তাদের প্রতিহত করব।
বুধবার (১২ জুলাই) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা কাউকে বাধা দেবো না। কাউকে আক্রমণ করতে যাব না। আজ যারা বিদেশি বন্ধুরা এসেছেন, তাদের উদ্দেশে বলব, আপনারা ফ্রি-ফেয়ার নির্বাচন চান, আমরাও ফ্রি-ফেয়ার নির্বাচন চাই। এই নির্বাচনে যারা বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করব।
এ সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হন।
দুপুর আড়াইটার আগে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। হাজার হাজার নেতাকর্মীর মিছিলে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, জিপিও এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। একই দিন প্রায় একই সময়ে রাজধানীতে সমাবেশের পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ।